বাড়ির সামনে নালা করতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে মারধর প্রতিবেশীর। ভাঙ্গা হাত নিয়ে হাসপাতালে ভর্তি বৃদ্ধা।
পশ্চিম মেদিনীপুরঃ- জানা গিয়েছে, শুক্রবার সকালে মেদিনীপুর শহরের ধর্মা সংলগ্ন এলাকায় অনিমেষ ত্রিপাঠী নামে এক ব্যাক্তি প্রতিবেশি এক ব্যাক্তির বাড়ির সামনে নালা খনন করতে উদ্যোগী হয়। প্রতিবেশী ওই বাড়ির সদস্যরা ওই স্থানে নালা ক্ষণনে বাধা দিতে এলে তাঁদের উপর চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় এক বৃদ্ধাকে গুরুতর মারধর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত ওই প্রতিবেশির অভিযোগ এর আগেও একবার ওই নালা খনন করতে গিয়ে বচসা হয় দুই পক্ষের মধ্যে। তখন পুলিশে জানিয়ে সমস্যার সমাধান করা সম্ভব হলেও 4 বছর পর আবার একই জায়গায় নালা ক্ষণনে উদ্যোগী হয় অভিযুক্ত ওই ব্যাক্তি। নালা ক্ষণনে বাধা দিতেই ঘটে বিপত্তি।