আবগারি দপ্তরের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরি সরঞ্জাম, গ্রেফতার এক।
বাঁকুড়াঃ- দুই জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ অবৈধ চোলাই মস ও চোলাই মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে আবগারি দফতর। বাঁকুড়া সদর থানার জামবনি এলাকা থেকে রথীন মন্ডল নামে এক চোলাই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে সদর আবগারি সার্কেল সূত্রে উল্লেখিত । পাশাপাশি তার কাছ থেকে ৪০ লিটার চোলায় মদ উদ্ধার করা হয়। আজ তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। এছাড়াও বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার রাজামেলা, লচ্ছমনপুর, নবগ্রাম সহ বেশ কিছু এলাকায় বিশেষ সুত্রে খবর পেয়ে অভিযান চালায় ছাতনা আবগারি সার্কেল। সেখান থেকেও প্রায় সাড়ে ৭০০ লিটার চোলাই মদ ও ৩০ লিটার চোলাই তৈরি সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে আফগারি দপ্তর। আগামী দিনও চোলাই এর বিরুদ্ধে আফগানি দপ্তর এই অভিযান চালাবে বলেই দাবী আবগারি আধিকারিকের। এর পাশাপাশি চালানো হবে সচেতনতা বৃদ্ধি করতে প্রচার।