আনন্দলোক হাসপাতালে অস্থায়ীভাবে বন্ধের নোটিশ, আতঙ্কিত হাসপাতালে কর্মরত প্রায় দু’শোর মত স্বাস্থ্যকর্মী।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- রানীগঞ্জের আনন্দলোক হাসপাতালে অস্থায়ীভাবে বন্ধের নোটিশ জারি করার ফলে আতঙ্কিত হয়ে পড়েছে ওই হাসপাতালে কর্মরত প্রায় দু’শোর মত স্বাস্থ্যকর্মী। উল্লেখ্য রানীগঞ্জের আনন্দলোক হাসপাতালে গত কয়েকদিন আগেই স্বাস্থ্যকর্মীদের বকেয়া বেতন না পাওয়ার কারণে স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভে সামিল হয়েছিল। আর এই ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষ এবার হাসপাতালে অস্থায়ী ভাবে বেশ কয়েকটি বিভাগ বন্ধ করার নোটিশ দেওয়ার কারণে হাসপাতালে জরুরী পরিষেবা ব্যতীত সকল কাজকর্মই বন্ধ হয়ে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এর জন্য বেশ কিছু কারণ দেখিয়ে অস্থায়ীভাবে হাসপাতালকে বন্ধ করার নির্দেশ জারি করার পর হাসপাতাল খোলার বিষয় নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে, হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের মধ্যে।
রবিবারে এ বিষয়ের প্রেক্ষিতেই হাসপাতাল গেটের বাইরে নোটিশ সাটিয়ে দেওয়ার বিষয় ও লক্ষ্য করা গেছে, তবে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মুখ না খুললেও, হাসপাতালে বেশ কিছু চিকিৎসক আশাবাদী শীঘ্রই হাসপাতালের সব পরিষেবায় চালু করবে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও তার আগে বকেয়া বেতন পরিশোধের পরেই হাসপাতাল আবার স্বাভাবিক হবে বলেই মনে করছেন সকলে। রবিবার হাসপাতাল চত্বরে গিয়ে দেখা যায় কয়েকটি রোগী হাসপাতালে ভর্তি থাকায় তাদের জরুরী স্বাস্থ্যপরিসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন চিকিৎসকেরা। তবে কবে স্বাভাবিক হবে হাসপাতাল তা নিয়ে রয়েছে সংশয়।