দেন্দুয়া পঞ্চায়েতে তিনটি ঢালাই রাস্তার শিল্যানাস।

সৌমিত্র গাঙ্গুলি, সালানপুর, পশ্চিম বর্ধমানঃ- দেন্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত লেফ্ট ব্যাংক ও বাথনবাড়ি গ্রামে তিনটি নতুন ঢালাই রাস্তার শিল্যানাস করা হলো মঙ্গলবার দিন। এদিন রাস্তার উদ্বোধন করেন দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শিমুলা মারান্ডি, উপপ্রধান রঞ্জন দত্ত। সহ পঞ্চায়েত সদস্য রেখা মল্লিক, সমাজসেবী তথা শ্রমিক নেতা মনোজ তেওয়ারী, সুপ্রকাশ মাজি,  মবিন খান সহ আরো অনেকে। এদিন প্রথম রাস্তাটি লেফ্ট ব্যাংক ফরেট অফিস থেকে নতুনপাড়া পর্যন্ত ১৫০ফুট রাস্তা পঞ্চায়েত সমিতির দ্বারা প্রায় দেড় লক্ষ ব্যয় করে নারকেল ফাটিয়ে শিল্যানাস করা হয়।

তারপর লেফ্ট ব্যাংক নিউ কলোনি থেকে হদলা রোডের সংযোগ রাস্তাটি প্রায় দুশো ফুট রাস্তা দেন্দুয়া পঞ্চায়েতের ফিফটিন এফসি ফান্ড থেকে ২লক্ষ টাকা ব্যয় করে ঢালাই রাস্তার কাজের শিল্যানাস করা হলো। তাছাড়া বাথনবাড়ি গ্রামে দেন্দুয়া পঞ্চায়েতের ফান্ড থেকে ১লক্ষ ৩০হাজার টাকা ব্যয় করে কাজের শিল্যানাস করা হলো। এদিন মনোজ তেওয়ারী বলেন বর্ষা কালে এই সব রাস্তায় মানুষের প্রচুর সমস্যার সমূখীন হত তবে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় এই তিনটি রাস্তার শিল্যানাস করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *