মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ২২ জনের।
গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্কঃ- এক মর্মান্তিক বোট দুর্ঘটনায় এখনো পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর এসেছে। ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরমে। সংবাদ সূত্রে প্রকাশ, পর্যটক বোঝাই একটি হাউসবোট ৭ই মে সন্ধ্যায় মাঝ নদীতে উল্টে যায়। এই ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও মহিলা রয়েছেন।
গতকাল সন্ধ্যায় কেরলের মাল্লাপুরমের থুভাল থিরাম পর্যটনকেন্দ্রে ঘটনাটি ঘটেছে। একটি হাউসবোটে করে পর্যটকরা ভ্রমন করার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঐ হাউসবোটটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন বলে খবর। দমকল কর্মী, বিপর্যয় মোকাবিলা দল এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্য শুরু করেন।
তবে হাউসবোটটির নীচে অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। নদীর স্রোত ও হাওয়ার কারনে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।