একমিনিট দেরিতে আসায় ঢুকতে দেওয়া হলনা শিক্ষার্থীদের। ক্ষোভ অভিভাবকদের।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- স্কুলে ১ মিনিট দেরিতে আসার কারণে একাধিক স্কুল পড়ুয়াদের ঢুকতে দেওয়া হল না। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিভাবকরা। সোমবার আসানসোলের বার্নপুরের রাঙাপাড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা।
জানা গিয়েছে মর্নিং স্কুলের সময় সকাল ৭ টা বেজে ১০ মিনিট পর্যন্ত স্কুলে প্রবেশ করার সময়। কিন্তু এদিন বেশকিছু পড়ুয়াদের এক মিনিট দেরিতে আসার কারণে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।