আগামী ৩ জুন অভিষেকের নবজোয়ার কর্মসূচি উপলক্ষে গ্রামীণ হাওড়ায় দলের তরফ থেকে হলো সাংবাদিক বৈঠক।
হাওড়াঃ- আগামী ৩ জুন অভিষেকের নবজোয়ার কর্মসূচি উপলক্ষে গ্রামীণ হাওড়ায় দলের তরফ থেকে রবিবার হয় সাংবাদিক বৈঠক। আগামী ৩ জুন অভিষেকের নবজোয়ার কর্মসূচি রয়েছে গ্রামীণ হাওড়ায়। রবিবার এই উপলক্ষে শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। ওই সাংবাদিক বৈঠকে নবজোয়ার কর্মসূচির ঘোষণা করেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুণাভ সেন। উপস্থিত ছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়, গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক সমীর পাঁজা, বিধায়ক কালীপদ মন্ডল, সুকান্ত পাল, ডাঃ নির্মল মাজি, বিদেশ বসু প্রমুখ।
জানা গেছে, আগামী ৩ জুন বাগনানে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন দুপুরে বাগনানের লাইব্রেরী মোড়ে তাঁকে স্বাগত জানাবেন গ্রামীণ জেলার নেতৃবৃন্দ। সেখানে একটি র্যালিতে অংশ নেবেন অভিষেক। এরপর তিনি বাগনানের খালোড় কালিবাড়িতে পুজো দেবেন। তারপর শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের মাঠে একটি জনসভা করবেন অভিষেক। শ্যামপুর ৫৮ গেটে একটি র্যালিতেও অংশ নেবেন তিনি। এরপর উলুবেড়িয়া হয়ে যাবেন খলিসানি কালীতলায়। সেখানেও র্যালিতে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। এরপর ১৬ নং জাতীয় সড়কের পাশে পাঁচলা মোড় নেতাজী সংঘের মাঠে দলীয় অধিবেশনে যোগ দেবেন। এদিন দলীয় তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়। এরপর আগামী ৩০মে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।