নবজোয়ার কর্মসূচীর আগে তৃনমূল-বিজেপি সংঘর্ষ; আহত ১৬।
পশ্চিম মেদিনীপুরঃ- অভিষেকের নবোজোয়ারের আগেই পিংলাতে তৃণমূল বিজেপির সংঘর্ষে দুই পক্ষের আহত ১৬ l গুরুতর অবস্থায় আহতদের ভর্তি করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি রবিবার পিংলা ব্লকের অন্তর্গত জামনা ২নং অঞ্চলের মাধবচক এলাকায়। জানা গেছে ওই এলাকায় বিজেপির পার্টি অফিসে (দলীয় কার্যালয়ে)কার্যকরনী বৈঠক চলছিল এবং প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। আর ঠিক সেই সময় তৃনমূলের বেশ কয়েকজন দুষ্কৃতি এসে চড়াও হয় বিজেপি কর্মীদের উপর ভাঙচুর চালায় দলীয় কার্যালয়ে এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকেl
তবে তৃনমূলের বক্তব্য অভিষেকের রোড শো কে কেন্দ্র করে ওই এলাকায় পতাকা লাগানোর কাজ করছিলো তৃনমূলের কর্মীরাl আর সেই সময় বিজেপির নেতৃত্বরা তাদের পতাকা খুলে জ্বালিয়ে দেয়, তার পরেই দুই পক্ষের বচসা থেকে মারামারিতে জড়ায় দুই পক্ষের কর্মীরাl দুই পক্ষের সংঘর্ষে আহত হয় ১৬জনl ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পিংলা থানার পুলিশ ও রাজ্যের মন্ত্রী মানস ভূঞা। ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে পিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃনমূলের তরফ থেকে।