সংগ্রামী যৌথমঞ্চের তরফে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- পশ্চিম বর্ধমান আসানসোল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চের তরফে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে। এই স্মারকলিপির মাধ্যমে তাদের তিনটি পুরনো দাবি ফের সরকারের সামনে পেশ করা হল, এই দাবিগুলি হল সরকারি কর্মচারীদের বকেয়া। ডিএ প্রদান, পরিচ্ছন্নতার সাথে সমস্ত শূন্য পদে নিয়োগ করা এবং সমস্ত কর্মচারীদের স্থায়ী করণ করার ব্যবস্থা করা।
এ বিষয়ে সংগঠনের পশ্চিম বর্ধমান জেলার যুগ্ম সম্পাদক ধীরেন মাঝি জানান, কলকাতার শহীদ মিনারে সংগঠনের সদস্যরা। এই তিনটি দাবি তুলেছে। তারা 125 দিন ধরে বিক্ষোভ করছে, আজ 125 তম দিন, এই উপলক্ষ্যে গোটা রাজ্যের সমস্ত জেলা প্রশাসনের অফিসে স্মারকলিপি দেওয়া হচ্ছে। এর সাথে তিনি বলেছেন যে ধর্মঘটের পর ১০ তারিখে বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার।আবেগ নিয়ে সরকারি কর্মচারীদের বদলি করা হচ্ছে, এসব বদলি প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা।