শালিমার ছেড়ে গেল করমন্ডল।
হাওড়াঃ- আগের সূচি মেনেই আজ বুধবার থেকে চাকা গড়াল করমন্ডল এক্সপ্রেসের। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় করমন্ডলের প্রচুর যাত্রী হতাহত হয়েছিলেন। চারদিন পর আজ বুধবার থেকে ফের যাত্রা শুরু করল করমন্ডল। নির্ধারিত সময় বিকেল ৩টে ২০ মিনিটেই শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয় করমন্ডল এক্সপ্রেস। ছিল সেই একই ছবি।
জেনারেল বগিতেও ছিল ঠাসাঠাসি ভীড়। উৎসাহে ঘাটতি ছিলনা যাত্রীদের মধ্যে। কেউ গেলেন কাজের টানে। রুজিরোজগারের আশায়। কেউ যাচ্ছেন চিকিৎসার জন্য। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বাহানগা স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার পর থেকে টানা চারদিন বন্ধ ছিল এই ট্রেন।