কুলটির ট্রাফিক গার্ডের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত ডিসি ট্রাফিক!
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে প্রত্যেক থানা প্রাঙ্গনে হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির। সেই মতো আজ বুধবার সকালে কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে কুলটি ট্রাফিক গার্ড অফিসের সামনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন DC ট্রাফিক আনন্দ রায়, ACP কুলটির সুকান্ত ব্যানার্জি, কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত, কুলটির ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত অধিকারীক শুভেন্দু চ্যাটার্জী সহ আরো পুলিশ অফিসারেরা!