ঝটিকা সফরে আসানসোলে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী কপিল মরেশ্বর পাটিল।

সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- বুধবার দিন ঝটিকা সফরে শহর আসানসোলে এলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী  কপিল মরেশ্বর পাটিল। আই দিন শহর আসানসোলের একটি বেসরকারি হোটেলে এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী ভারতীয় জনতা পাটির ৯ বছর পূর্তির উপলক্ষে কাজের খতিয়ান তুলে ধরেন। বন্দেভারত থেকে শুরু করে আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন। আই দিন তিনি কাজের খতিয়ান তুলে ধরার সাথে তিনি অভিযোগ করেন পশ্চিমবঙ্গ রাজ্যে আয়ুষ্মান ভারত স্কিম লাঘু করেন নি। এছাড়াও আবাস যোজনার ক্ষেত্রে রয়েছে দুর্নীতি। মন্ত্রী বলেন আমাদের প্রধানমন্ত্রী বিশ্বের প্রধানতম নেতা।

অন্যদিকে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর এই খতিয়ান কে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী বলেন, ২০১৪ সাল থেকে সোশ্যাল মিডিয়ার দেখতে গেলে দেখা যাবে আমাদের এখানে এমন কিছুই কাজ হয়নি। অথচ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের  কাজের অগ্রগতি ও তার সফল রূপায়নের জন‍্যে জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত হচ্ছে মমতা ব‍্যানার্জির নেতৃত্বে রাজ‍্যের তৃণমূল সরকার। তবে দীর্ঘ নয় বছরে কেন্দ্রীয় সরকারের খতিয়ানের দিকে তাকালে দেখা যাবে, বৃহৎ কোনো প্রকল্প কেন্দ্রীয় সরকার গড়ে তোলেনি যেখানে বহু মানুষের কর্মসংস্থান হবে। দেশের জন সাধারণের বদলে পুঁজিপতি আদানি আম্বানিদের বিকাশ হচ্ছে। তাই পশ্চিম বঙ্গের সাধারণ মানুষকে এসব বলে ভুল বুঝানো যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *