প্রার্থী নয়, প্রতীক চিনুন, পঞ্চায়েতের প্রচারে নেমে এই বার্তা তুলে ধরছেন তৃণমূল যুব কর্মীরা।
হাওড়াঃ- কে প্রার্থী হয়েছেন বা কে দলের টিকিট পাচ্ছেন সেটা বড়ো কথা নয়। কারণ সবার উপরে রয়েছে দলের প্রতীক অর্থাৎ দলের সিম্বল। তা দেখেই ভোট দিন। মমতার উন্নয়নের খতিয়ান আর দলের প্রতীক চিহ্ন সামনে রেখে এবারে অভিনব প্রচারে নামলেন দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নয়, প্রতীক চিনুন এই বার্তা নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচির খতিয়ান নিয়ে দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা রবিবাসরীয় প্রচারে ঝোড়হাট ও দুইল্যা অঞ্চলে যান। সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে জনসমক্ষে তুলে ধরেন দলের বার্তা। দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রিতম দাস বলেন, সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের একটাই মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমাদের প্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দক্ষিণ হাওড়া কেন্দ্রের বিধায়িকা নন্দিতা চৌধুরীর নির্দেশে এদিন আমরা প্রাক দলীয় প্রচারে বাড়ি বাড়ি মানুষের কাছে পৌঁছে গেছি।