হাতে তীর, ধনুক, লাঠি নিয়ে বিদ্যুৎ সংযোগের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের।

পশ্চিম মেদিনীপুরঃ- এরকমই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের কোমরসা গ্রামে। ওই গ্ৰামে ১৫০ টি পরিবারের বসবাস। গতকাল রাত্রি ন’টায় হটাৎ ট্রান্সপরমা বিকল হয়ে যায় তার জেরেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই এলাকায়। প্রচন্ড গরমে বিদ্যুৎ না থাকায় হাঁসফাঁস অবস্থায় এলাকাবাসী, বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে গতকাল থেকে।  এলাকায় বিদ্যুৎ সংযোগের দাবি তুলে বীরসিংহ বিদ্যুৎ দপ্তরের সামনে সিংহডাঙ্গা থেকে বীরসিংহ যাওয়ার রাস্তা ঘিরে অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। তাদের দাবি বিদ্যুৎ দপ্তর প্রতিশ্রুতি দিয়েছিল দ্রুত  বিদ্যুৎ সংযোগ হবে তা না মেলায় বাধ্য হয়েই তারা রাস্তা অবরোধে সামিল হয়েছেন। দীর্ঘক্ষণ ধরে এই অবরোধের জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা আর ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছেছে ঘাটাল থানার পুলিশ। অবরোধকারীদের দাবি দ্রুত বিদ্যুৎ সংযোগ করতে হবে তবেই অবরোধ তুলবেন তারা। এবিষয়ে বিদ্যুৎ দপ্তরের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *