২৪ সালের ডিসেম্বর মাসে আমাদের সরকার হবে!” পিড়াকাটা থেকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
পশ্চিম মেদিনীপুর: ভীমপুরে বেলা বারোটা নাগাদ পদযাত্রা শেষে হঠাৎ করেই শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নেন গাড়িতে নয়, তিনি টোটোতে করে ভীমপুর থেকে পিড়াকাটা যাবেন। সেইমতো, ৮ কিলোমিটার রাস্তা তিনি টোটোতে চেপেই যাত্রা করেন। এরপর বেলা সাড়ে বারোটা নাগাদ ‘চোর মুক্ত পঞ্চায়েত’ গড়ার ডাক দিয়ে পিড়াকাটা’র পদযাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে জঙ্গলমহল থেকে রবিবার প্রচার শুরু করেন রাজ্যের বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারী বলেন, “চোর মুক্ত পঞ্চায়েত চাই। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারলে চোর তৃণমূল আর কোথাও থাকবে না। জঙ্গলমহলে তৃণমূল শূন্য হবে।” লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী জোটে বাম-কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামিল হওয়া নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, “নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন তদন্ত বন্ধ করতে আর পিসি-ভাইপোর জেলে যাওয়া আটকাতেই মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরির পায়ে পড়েছেন!” এরপরই, পিড়াকাটা থেকে রওনা দেওয়ার আগে হুঁশিয়ারি দিয়ে যান, “২৪ সালের ডিসেম্বর মাসে আমাদের সরকার হবে!”