আমতায় প্রচারে চন্দ্রিমা, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন রাজ্যপাল প্রসঙ্গেও।
হাওড়াঃ- রবিবাসরীয় প্রচারে হাওড়ার আমতায় এলেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের প্রচারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ নির্মল মাজি সহ দলের প্রার্থীরা। এদিন প্রথমেই চন্দ্রিমা ভট্টাচার্য যান আমতার সিরাজবাটি অঞ্চলে। এরপর তিনি একটি জনসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, বিরোধীরা পঞ্চায়েত ভোটের আগে প্ররোচনা ছড়িয়ে গন্ডগোল পাকাতে চাইছে। হিংসার বলি তৃণমূল কংগ্রেস কর্মীরাই সবচেয়ে বেশি হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, খুন যে রাজনৈতিক কর্মীরাই হোক না কেন তা নিন্দনীয়। তবে যা খুনের ঘটনা ঘটেছে তাদের মধ্যে বেশি সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী। বিরোধীরা যে প্ররোচনামুলক কথা বলছে প্ররোচনামুলক কথা বলে আগুন ধরানোর চেষ্টা করছে তারই বলি হচ্ছেন আমাদের কর্মীরা। চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, রাজ্যপালের ভূমিকা একদম বিজেপি নেতার মতো। তিনি এদিন যে জামাটি পরেছেন সেটি বিজেপির রঙের। সেইজন্য বিজেপি নেতা ওরকমই কথা বলবেন। আমরা অনেক রাজ্যপাল দেখেছি। কিন্তু তাঁর অফিসের গোপনীয়তা না মেনে সেটা যদি উনি পোস্ট করেন এরকম রাজ্যপাল দেখিনি। নির্বাচনে মানুষের স্বতঃস্ফুর্ততা দেখেছি। এখানকার মানুষের সতঃস্ফুর্ততা দেখে মনে হয়েছে মানুষ তৃণমূলের পক্ষে। বিরোধীরা এখন টেলিভিশনে আছে। আর কোথাও নেই। বিরোধীদের কোনও মিছিল দেখতে পাওয়া যাচ্ছে না। ওরা অশান্তি করার জন্য দাঁড়িয়ে আছে। উল্লেখ্য, এদিন সিরাজবাটির পর আমতাতেও প্রচার করেন চন্দ্রিমা ভট্টাচার্য।