টেন্ডার বাতিলের দাবীতে বিক্ষোভ গাড়ী চালক ও মালিকদের।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- ইসিএলের ডিসেরগড় সাঁকতোড়িয়া সদর দফতরে টেণ্ডার বাতিলের বিরুদ্ধে গাড়ি চালক ও গাড়ি মালিকদের বিক্ষোভ। সোমবার ইসিএলের সদর দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখায় চুক্তিবদ্ধ গাড়ির চালক ও মালিকেরা। তাদের বক্তব্য ইসিএল চুক্তিবদ্ধ গাড়িগুলিকে তিনমাসের নোটিশে টেণ্ডার বাতিল করে বসিয়ে দিয়েছে। তাদের দাবি ইসিএলের এটি অমানবিক আচরণ। চুক্তিবদ্ধ গাড়িগুলির টেণ্ডার বাতিল করা যাবে না। যদি টেণ্ডার বাতিল করতে হয় তাহলে গাড়ি চালকদের অস্থায়ী শ্রমিক হিসাবেও চাকরি দিতে হবে। এছাড়াও গাড়িগুলির টেণ্ডার কোনো ভাবেই এক বছরের আগে বাতিল করা যাবেনা। আর প্রয়োজনে নতুন গাড়ি চুক্তিবদ্ধ করতে হলে পুরানো গাড়ি মালিকদেরই সুযোগ দিতে হবে। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন ব্লক সভাপতি বিমান আচার্য বলেন, স্থানীয় বেকার ছেলেদের রোজগারের পথ বন্ধ করে ইসিএল অমানবিক আচরণ করছে। এর বিরুদ্ধে গাড়ির চালক ও মালিকেরা ইসিএলের সদর দফতর ঘেরাও করে বিক্ষোভে শামিল হয়েছে। ইসিএলের ম্যানেজম্যান্ট তথা পরিচালন কমিটি এই দাবিগুলি পূরণ না করলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।