মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেনা আনুক বা স্কটল্যান্ড ইয়ার্ড, বাংলার মানুষ কাজের নিরিখে পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আশীর্বাদ করবে। হাওড়ায় বললেন তৃণমূল নেত্রী প্রিয়দর্শিনী।
হাওড়াঃ- ভোটে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেনা আনুক বা স্কটল্যান্ড ইয়ার্ড, বাংলার মানুষ কাজের নিরিখে পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আশীর্বাদ করবে। হাওড়ায় বললেন তৃণমূলের রাজ্য সম্পাদক প্রিয়দর্শিনী ঘোষ। মঙ্গলবার দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত থানামাকুয়া ঝোড়হাট, পাঁচপাড়া ও দুইল্যা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ত্রিস্তর পঞ্চায়েত ভোটের মনোনীত প্রার্থীদের সমর্থনে এক জনসভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি। প্রিয়দর্শিনী ঘোষ বলেন, কেন্দ্রীয় বাহিনী কেন আপনারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেনা আনুন বা স্কটল্যান্ড ইয়ার্ড, মানুষ দু’হাত তুলে, কাজের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই ভোট দেবে। লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে তিনি বলেন, ৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে। কোনও কোনও মহিলারা হাজার টাকা করেও প্রতি মাসে পাচ্ছেন। এটা কতখানি অর্থনৈতিক চাপ সেটা আপনারা হিসাব করে দেখে নিন। যারা ভোট কেনে তারাই অপপ্রচার করে। এসব কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এত নিচে নামাবেন না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ভোট দেয়। এদিন তৃণমূলের হাওড়া জেলা সদরের সভাপতি কল্যাণ ঘোষ বলেন, ২০২১এ কেন্দ্রীয় বাহিনী এসেছিল। তাতেও আমরা জিতেছিলাম। তাই কেন্দ্রীয় বাহিনী আসাতে আমাদের কিছু যায় আসেনা।মানুষ তৃণমুল কংগ্রেসকেই চায়। পঞ্চায়েত ভোটে তৃণমুল কংগ্রেসই জিতবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি, বিধায়ক নন্দিতা চৌধুরী, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর সভাপতি পার্থ ঘোষ, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষার কান্তি ঘোষ প্রমুখ।