যাত্রীসাথী অ্যাপ চালু হচ্ছে। এক সপ্তাহ ধরে চলছে পাইলট প্রোজেক্ট।
হাওড়াঃ- হাওড়ায় বন্ধ প্রি-পেড ট্যাক্সি পরিষেবা। যাত্রীসাথী নামে নয়া অ্যাপ চালু করা হয়েছে। এবার থেকে এই অ্যাপের মাধ্যমেই হাওড়া স্টেশনে পাওয়া যাবে ট্যাক্সি। শুক্রবার হাওড়া স্টেশনে এসে যাত্রীরা জানতে পারেন এই অ্যাপের বিষয়ে। এই নিয়ে হাওড়া স্টেশনে আসা এক যাত্রী জানান, কিভাবে এই অ্যাপ ব্যবহার করতে হয় তিনি জানেন না।
অনলাইন হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন। আরেক এক যাত্রী বলেন, আগে প্রি-পেড বুথ থেকে স্লিপ দেওয়া হতো। তা দেখে ট্যাক্সি নেওয়া হতো। এখন মোবাইল থেকে বুক করতে হচ্ছে। হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক অর্ণব বিশ্বাস জানান, যাত্রীসাথী একটা অ্যাপ ক্যাব বুকিং। ১ সপ্তাহ ধরে পাইলট প্রোজেক্ট চলছে। রাজ্য সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ এটা করছে।