মণিপুরের ঘটনা নিয়ে যুব তৃণমূলের প্রতিবাদ মিছিল হাওড়ার বিভিন্ন ব্লকে।

হাওড়াঃ- মণিপুরের ঘটনা নিয়ে যুব তৃণমূলের প্রতিবাদ মিছিল হাওড়ার বিভিন্ন ব্লকে। বৃহস্পতিবার হাওড়া সদরের বিভিন্ন ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। এদিন বিকেলে মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া সহ হাওড়ার বিভিন্ন বিধানসভা কেন্দ্র, ব্লকে প্রতিবাদ মিছিল হয়। মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। অন্যান্যদের মধ্যে মিছিলে পা মেলান হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র, মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুশোভন চট্টোপাধ্যায়, মৃণাল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। মধ্য হাওড়ার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় জানান, ভারতীয় জনতা পার্টির শাসনব্যবস্থায় মণিপুর রাজ্য জুড়ে যে পাশবিক মহিলা নির্যাতনের ঘটনাগুলি সারা দেশের সামনে আসছে তার প্রতিবাদে মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এদিন প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়।

শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মিছিল হয়। এর পাশাপাশি এদিন মিছিল হয় দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকেও। ব্যাতাইতলা ফাঁড়ির সামনে থেকে শিবপুর কাজীপাড়া হয়ে বার্নিং ঘাট মোড় পর্যন্ত এই মিছিল হয়। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তুষার কান্তি ঘোষ, দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চৌধুরী, দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রিতম দাস, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সম্পাদক অয়ন বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা অরবিন্দ গুহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রিতম দাস বলেন, মণিপুরে রাজ্য বিজেপি ও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এবং নীরবতার প্রতি চরম প্রতিবাদ জানাতে এদিন দক্ষিণ হাওড়া বিধানসভায় রাস্তায় নেমেছেন তৃণমূল যুব কর্মীরা। এর পাশাপাশি মণিপুরের ঘটনা নিয়ে হাওড়ার বাগনানেও এক মহামিছিল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *