ঘাটালে বন্দুক উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুরঃ- ঘটনা ঘাটাল ব্লকের দৌলতচকে পঞ্চায়েত নির্বাচনের আগে এবং ফল ঘোষণার পরে সন্ত্রাসের আবহাওয়া এখনো রয়েছে। বন্দুক উদ্ধার নিয়ে যথারীতি রাজনৈতিক চাপানো উতোর। অভিযোগের তীর শাসকদলের দিকে।
দৌলতচকের কয়েকজন স্থানীয় মানুষ যারা চা দোকানে চা খাচ্ছিলেন, তারা বলেন বিজেপির বিজয় মিছিল শেষে কয়েকজন কর্মী বাড়ি ফিরছিলেন। ওই সময় তৃণমূলের তিন দুষ্কৃতিকে বন্দুক হাতে নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই এলাকায়। স্থানীয় মানুষজন এবং বিজেপি কর্মীরা তাড়া করলে ওই তিনজনের মধ্যে একজন একটি বন্দুক ফেলে পালায়। আরেকজনের হাতে একটি বন্দুক আছে বলে স্থানীয়দের দাবি। ঘাটাল থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে সেই বন্দুকটি উদ্ধার করে।
এ বিষয়ে ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি বলেন, জমি থেকে বন্ধুক উদ্ধার হয়েছে। কে বা কারা এটা নিয়ে এসেছে সেটা পুলিশ তদন্ত করবে। তারপরেই জানা যাবে।