বেহাল আইসিডিএস সেন্টার, ছাউনি ভেঙে পড়ছে জল।

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর:- ছাউনি ভেঙে পড়ছে জল, অল্প বৃষ্টিতে জল জমছে আইসিডিএস সেন্টারে। বৃষ্টি হলেই বন্ধ রাখতে হয় শিশুদের পঠন-পাঠন সাথে রান্নার কাজ। শিশুদেরকে আইসিডিএস সেন্টারে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা। কারণ যে কোন সময় উপর থেকে ভেঙে পড়তে পারে এসবেস্টাস। এক কথায় বেহাল আইসিডিএস সেন্টার এর মধ্যে ঝুঁকি নিয়ে চলছে শিশুদের গঠন-পাঠন ও রান্নার কাজ।

ঘাটালের খড়ার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ১৫৯ নম্বর আইসিডিএস সেন্টার। জানা যায়, এই সেন্টারে বর্তমানে ৭২  জন শিশু পরিষেবা পান। একজন মাত্র অঙ্গনারী কর্মী রয়েছেন । এলাকার অভিভাবকদের দাবি শিশুদের সেন্টারে পাঠাতে ভয় লাগে। কারণ আইসিডিএস সেন্টারটির ছাওনির অবস্থা খুবই বেহাল। যেকোনো সময় ছাউনি ভেঙে মাথায় পড়তে পারে। শুধু তাই নয় বৃষ্টি হলেই আইসিডিএস সেন্টারের মধ্যে বৃষ্টি হয়। জল জমে যায় সেন্টারটিতে তাই বৃষ্টির দিনগুলিতে সেন্টার বন্ধ থাকে।

আইসিডিএস এর কর্মী পারমিতা চ্যাটার্জি অভিভাবকদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তিনি জানান একাধিকবার দপ্তরে এ বিষয়ে জানানো হলেও  কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাহলে প্রশ্ন হল বৃষ্টি হলে সেন্টার কোথায় হয় উত্তরে সেন্টারের কর্মী বলেন যে বৃষ্টি হলেই সেন্টার বন্ধ রাখতে হয়।  রান্না করার উপায় থাকে না তাই শুকনো খাবার দিতে হয় শিশুদেরকে। এইভাবে মাসের পর মাছ ধরে চলছে খড়ার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ১৫৯ নম্বর আইসিডিএস সেন্টারটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *