ডোমজুড় খুনের তদন্তে পুকুরে ডুবুরি নামিয়ে মিললো খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।
হাওড়াঃ- ডোমজুড় খুনের তদন্তে নেমে পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে মিললো খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরি নামিয়ে ডোমজুড়ের কাটলিয়ার ‘পাস পুকুর’ থেকে উদ্ধার হয় আগ্নেয়স্ত্রটি। এর আগে বুধবার উদ্ধার হয়েছিল মৃত মহিলার মোবাইল ফোনটি। এদিন পুকুরে ডুবুরি নামিয়ে সকাল থেকেই চলছিল খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটির খোঁজ। অবশেষে কাটলিয়ার ‘পাস পুকুর’ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে তা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ডোমজুড়ে তরুণী খুনের ঘটনায় অভিযুক্ত মৃতার স্বামী চন্দন মাজিকে সঙ্গে নিয়ে বুধবার সকাল থেকে চলে তল্লাশি। মাকড়দহের কাটলিয়ার পুকুরে জাল ফেলে প্রথমে আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চালায় পুলিশ। একইসাথে খোঁজ চলে তরুণীর মোবাইলের। খুনের পর আগ্নেয়াস্ত্রটি পুকুরে ফেলা হয় বলে জানিয়েছিল ধৃত চন্দন মাজি। পরপর দু’দিনে মোবাইল ফোন এবং আগ্নেয়াস্ত্র দুটিই উদ্ধার করা সম্ভব হয়েছে। পুরনো বিবাদ এবং ব্যক্তিগত আক্রোশ থেকেই অনুশ্রীকে খুন করেছিল স্বামী চন্দন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীদের জেরায় চন্দন এমনটাই জানিয়েছে। তবে এই খুনের পিছনে আর অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখছেন ডোমজুড় থানার আধিকারিকরা।