এটিএম প্রতারণা চক্রের অন্যতম মূল পান্ডা ধৃত।
হাওড়াঃ- গত ২৫ আগস্ট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বালি শাখার ম্যানেজার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যে কিছু দুষ্কৃতকারী এটিএমের নগদ তোলার অংশে কোনও এক বিশেষ ধরণের ডিভাইস ব্যবহার করে সাধারণ গ্রাহকদের টাকা প্রতারণা করছে। অভিযোগ, গ্রাহকের অজান্তে অর্থ ডিভাইসের পিছনে আটকে যেত এবং পরে সেই টাকা এরা হাতিয়ে নিত। তদন্ত চলাকালীন বৃহস্পতিবার হাওড়ার বালি থানার পুলিশ বালির বিভিন্ন অঞ্চলে এটিএমগুলোর উপর নজর রেখেছিল। এই প্রতারণা কেসের তদন্তে নেমে বালি থানার পুলিশ এদিন তিলজলা থানার বাসিন্দা মহ: সাহিল (৩৪) নামের এক যুবককে হাতেনাতে ধরে ফেলে।
ওই ধৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি এটিএম ব্যবহারকারীকে প্রতারণা করার জন্য একই ডিভাইস ইনস্টল করেছিলেন। বালি থানার পুলিশ অন্যান্যদের গ্রেফতার, টাকা ও অন্যান্য ডিভাইস উদ্ধারে অভিযান চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত একজনই গ্রেফতার হয়েছেন এই ঘটনায়। যে সমস্ত গ্রাহক ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টার থেকে টাকা তুলবেন তাঁদের প্রতারিত করতে একটি অত্যাধুনিক লোহার তৈরি ডিভাইস ইনস্টল করেছিলেন ধৃত ব্যক্তি। ধৃতের বিরুদ্ধে ৪২০ (প্রতারণা), ৪৬৭ (মুল্যবান নিরাপত্তা ও উইল জাল করা) ৪৭১ (জাল তথ্য ও ইলেক্ট্রনিক রেকর্ড আসল বলে ব্যবহার করা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।