পুলিশি পাহারায় পঞ্চেয়েতের বোর্ড গঠন মুগবসানে।

কেশপুর, পশ্চিম মেদিনীপুর: দীর্ঘ টালবাহানার পর অবশেষে পুলিশি প্রহরায় বোর্ড গঠন  কেশপুর ব্লকের ৫ অঞ্চল মুগবসান গ্রাম পঞ্চায়েত ও ধলহারায় ১৩ নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন সম্পন্ন হল বৃহস্পতিবার। নিয়মানুযায়ী গত ১৬ ই আগস্ট পঞ্চায়েত বোর্ড গঠন সম্পন্ন হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ভাবে সমস্যা থাকায় এই দুটো অঞ্চলে বোর্ড গঠন সম্পন্ন হয় নি। মুগবসান ৫ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয় রৌশনারা বেগম ও উপপ্রধান হয় চন্দনা দেব।

অন্যদিকে ধলহারা ১৩ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ জসীমউদ্দীন ও উপ প্রধান তারাপদ দিগার হয়। বোর্ড গঠন দেরিতে হওয়া নিয়ে কেশপুর ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজা বলেন কয়েকজন সদস্য অনুপস্থিত থাকার কারণে আমরা গত ১৬ ই আগস্ট বোর্ড গঠন করতে সমর্থ্য হয়নি। আজকে অবশেষে আমরা সকল সদস্য একত্রিত হয়ে বোর্ড গঠন করেছি। মুগবাসন গ্রাম পঞ্চায়েতে নবনির্বাচিত প্রধান রওশনারা বেগম বলেন এলাকার মানুষের স্বার্থে আমি কাজ করবো দল আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *