বিজেপিতে ফের ভাঙন ধরালো শাসক দল।
পশ্ছিম মেদিনিপুরঃ- বিরোধী শিবিরে ফের বড়সড় ভাঙন ধরালো শাসক দল। ঘটালে ভারতীয় জনতা পার্টিতে বড় সড় ভাঙন ধরালো তৃনমূল কংগ্রেস বলে দাবী। পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময় থেকেই ধাপে ধাপে তৃণমূল কংগ্রেস ভাঙন ধরিয়েছে ঘাটালের গেরুয়া শিবিরে। বৃহস্পতিবার ঘাটাল তৃণমূল ব্লক পার্টি অফিসে দলীয় পতাকা হাতে তুলে নিয়ে সবুজ শিবিরে যোগদান করলেন ঘাটাল বিজেপির দুই গুরুত্বপূর্ণ নেতা। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের ১নম্বর অঞ্চল থেকে বিজেপির টিকিটে জয়ী কল্যানী ঘোষ এবং সম্মানীয় জেলা কমিটির সদস্য তথা উত্তর মন্ডলের প্রাক্তন সভাপতি মানস ঘোষ।
হঠাৎ কেন দলবদল সেই বিষয়ে বলতে গিয়ে সরাসরি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের একনায়কতন্ত্র ও দূর্নীতির দিকেই আঙুল তুললেন। অন্যদিকে বিজেপি বিধায়কের বক্তব্য, যে দুজন ভারতীয় জনতা পার্টির হাত ছেড়ে তারা বেশ কিছুদিন তৃণমূলের দালালি করছিল ওদের বিরুদ্ধে একাধিক আর্থিক অভিযোগ আছে আমাদের কাছে। যখনই সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তখনই তারা চোরদের দলে নাম লেখায়। এদের পালা বদলে দলের কিছু প্রভাব পড়বে না। মানুষ সঠিক সময়ে সঠিক জবাব দেবে।