দ্রুত রাস্তা নির্মাণের দাবীতে পথ অবরোধ ও বিক্ষোভ।

পশ্ছিম মেদিনিপুরঃ- ক্ষীরপাই থেকে শ্রীনগর পর্যন্ত রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ চলছে বেশ কয়েক মাস ধরে। যার কারনে অসুবিধায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষসহ নিত্যযাত্রীদের। বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ চন্দ্রকোনা বিধানসভার কোচগেড়িয়া এলাকার সাধারণ মানুষজন রাস্তা ঘিরে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ রাস্তার উপর সারাদিনে কয়েক হাজার  মানুষের যাতায়াত। রাস্তার বেহাল অবস্থা থাকায় রাস্তার মধ্যে ব্যাপক হারে ধুলো বালি উড়ছে যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি সাধারণ মানুষজনদের এবং রাস্তার মধ্যে থাকা স্টোন চিপস ছুটে গিয়ে আহত হচ্ছে এলাকার মানুষ।

রাস্তার ঠিকাদারকে জানিয়েও কোনো সূরাহা হয়নি। তাই কোচগেরিয়া গ্রামের সাধারণ মানুষজন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। যার ফলে বহু যাত্রীবাহী বাস সহ পন্যবাহী ট্রাক আটকে পড়ে রাজ্য সড়কের ওপর। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় রামজীবনপুর ফাড়ির পুলিশ। পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বলে এবং অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। অবশেষে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *