সাহসিকতার জন্য 2022 সালের Chief Minister’s Bravery Award পেলেন দু’জন সিভিক ভলান্টিয়ার।
বাঁকুড়াঃ- সাহসিকতার জন্য বিশেষ Chief Minister’s Bravery Award পেলেন বাঁকুড়া জেলা পুলিশের বড়জোড়া থানার দুই সিভিক ভল্যান্টিয়ার। এই দুই সিভিক ভল্যান্টিয়ার হলে সুব্রত শিট ও প্রদীপ হাজরা। খবরে প্রকাশ ২০২২ সালে দুর্গাপুর ব্যারেজের দামোদরের জলে ঝাঁপ দেওয়া এক বয়স্কা মহিলার প্রান বাঁচিয়েছিলেন ঐ দুই সিভিক ভল্যান্টিয়ার। ৬ই ডিসেম্বর ২০২২ সালে যখন দুর্গাপুর ব্যারেজের ট্রাফিক এর দ্বায়িত্ব সামলাচ্ছিলেন ঐ দুই সিভিক ভলয়ান্টিয়ার তখন দামোদরের জলে ঝাঁপ দেন এক বয়স্কা মহিলা। খবর পাওয়ার সাথে সাথে কাল বিলম্ব না করে ও প্রানের ঝুঁকি নিয়ে জলে ঝাঁপিয়ে পড়েন সুব্রত শিট ও প্রদীপ হাজরা। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রান বাঁচিয়েছিলেন সেই বয়স্কার।
তাদের সেই বিশেষ কৃতিত্বের সম্মান স্বরুপ তারা পেলেন 2022 সালের Chief Minister’s Bravery Award। পুরস্কারের অর্থমূল্য হিসেবে এক লক্ষ টাকার চেক তুলে দিলেন জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী।