সারেঙ্গা ব্লকের সীতারামপূরে অগ্নিকান্ডের ঘটনা।
সারেঙ্গা, বাঁকুড়াঃ- সীতারামপুরে ঘটলো অগ্নিকাণ্ডের ঘটনা। বজ্রপাত থেকে খড়ের পালুইতে আগুন লাগে বলে, প্রাথমিক অনুমান। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের সীতারামপুর গ্রামে। খবর দেওয়া হয় সারেঙ্গা থানার পুলিশকে ও দমকলে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় সারেঙ্গা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। এরপর পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং দমকলের একটি ইঞ্জিন কাজ শুরু করেন। জানা গেছে কাশীনাথ দাস চক্রবর্তীর নামে এক ব্যক্তির খড়ের পালুইতে আগুন লাগে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন অংশের মতো সারেঙ্গা ব্লকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। যদিও বৃষ্টির পরিমাণ ছিল অনেকটাই কম। তবে ওই সময় বজ্রপাত থেকে খড়ের পালুইতে আগুন লেগেছে, প্রাথমিকভাবে এমনটাই মনে করছেন স্থানীয়রা। তবে বৃষ্টির পরিমাণ কম হলেও বৃষ্টির কারণেই আগুন ভয়াবহ আকার ধারণ করতে পারেনি বলে মনে করা হচ্ছে। বৃষ্টি না হলে হয়তো আরো বড় অগ্নিকান্ডের ঘটনা ঘটে যেতে পারত। কারণ পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি বাড়ি। সেখানেও আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল, তবে বৃষ্টি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়িয়েছে এলাকায়।