নজর এবার নবান্ন এলাকায়। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড সহ নবান্নের চারপাশে পুরসভার কনজারভেন্সি কর্মীদের নিয়ে দেওয়া হলো স্পেশাল ড্রাইভ।

হাওড়াঃ- রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন এলাকায় এবার রাস্তাঘাট সাফাইয়ের দিকে বিশেষ নজর দিলো হাওড়া পুরসভা। হাওড়া পুরসভার উদ্যোগে বৃহস্পতিবার নবান্ন সংলগ্ন এলাকায় সাফাইয়ের কাজ করা হলো। জমে থাকা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি রাস্তা সাফাই হয় এদিন। নবান্ন সংলগ্ন এলাকায় সাফাইয়ের পর রাস্তার ধারে ছড়ানো হয় ব্লিচিং। পুরো কাজের দেখভাল করেন পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী। উপস্থিত ছিলেন পুরসভার আধিকারিকরাও। জানা গেছে, হাওড়া পুরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিদিনের পাশাপাশি সপ্তাহে একদিন পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়ে স্পেশাল ড্রাইভ দেওয়া হয়।

এর মুখ্য উদ্দেশ্য হাওড়া শহর যাতে আরও সুন্দর ও পরিষ্কার থাকে। সেই উদ্দেশ্য নিয়েই বৃহস্পতিবার হাওড়া পুরসভার জঞ্জাল ও সাফাই বিভাগের উদ্যোগে নবান্ন সংলগ্ন এলাকা পরিষ্কারের কাজে নামা হয়। হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী বলেন, হাওড়ার নবান্নে গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের লোক আসেন। তাই নবান্ন’র চারিধারে এদিন পরিষ্কার করা হল। পাশাপাশি এই সব এলাকার বড় ভ্যাটগুলিও পরিষ্কার করা হয়। সৈকতবাবু আরও জানান, এদিন ৩৩, ৩৮ ও ৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরিষ্কার করা হয়। এদিনের এই সাফাই অভিযানে একটি বড় টিম কাজ করেছে বলে সৈকত চৌধুরী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *