১৫জন ঠিকা শ্রমিককে বরখাস্ত করার প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ।
সৌমিত্র গাঙ্গুলি, কুলটি, পশ্চিম বর্ধমান:- আসানসোলের কুলটি সেল ওয়ার্কস কারখানার গেটের সামনে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ! অভিযোগ গত ১নভেম্বর নতুন টেন্ডার হয় যেখানে ১৫জন ঠিকা শ্রমিক সাফাইয়ের কাজ করতেন কুলটি টাউনশিপ এলাকায়। সেই মতো নতুন ঠিকাদার সেই ঠিকা শ্রমিকদের ৫০০০টাকা বেতনে কাজ করতে বলেন অযথা নতুন লোক নিয়ে এসে কাজ করানোর কথাবলেন ঐ ঠিকাদার। শ্রমিকদের অভিযোগ ১৫জন সাফাই কর্মীকে কাজ থেকে বসানো হয়।
তাঁদের ন্যায্য বেতন সহ ঐ ১৫জন ঠিকাশ্রমিককে পুনর্বহাল করতে হবে। আর এই দাবিতে কারখানার কর্মরত সমস্ত ঠিকা শ্রমিকরা একত্রিত হয়ে কাজ বন্ধ করে কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হয়। খবর এই বিষয় নিয়ে ১৫জন ঠিকা শ্রমিক বিক্ষোভে সামিল হয়; কিন্তু কর্তৃপক্ষের থেকে তারা কোনো আশ্বাস পায়নি; আর এইবার এই ১৫জন ঠিকা সাফাই কর্মীদের পাশে দাঁড়ালো কর্মরত কারখানার সমস্ত ঠিকাশ্রমিকরা আর সোমবার সমস্ত বিভাগের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায়।