সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন।

সৌমিত্র গাঙ্গুলি, সালানপুর, পশ্চিম বর্ধমান:- আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলন। অনুষ্ঠানের শুভারম্ভ হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। তারপর স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় এর ছবিতে মাল্যদান করা হয়। এদিনের সম্মেলনে পঞ্চায়েতের বয়স্ক কর্মীদের বিশেষ সন্মান প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ রানীগঞ্জ বিধায়ক তথা আড্ডার চেয়ারম্যান তাপস ব্যানার্জী, জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক মন্ডল, সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি মহম্মদ আরমান, সহ সভাপতি ভোলা সিং সহ ব্লকের সমস্ত তৃণমূল পঞ্চায়েত প্রধান, উপ প্রধান সহ সমস্ত শ্রেণীর নেতৃত্বরা ও কর্মীবৃন্দরা। এদিন অনুষ্ঠানে এসে আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানান বারাবনিতে সংগঠন খুবই শক্তিশালী। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ নেই। কারণ এখানকার নেতৃত্ব ভালো।

এখানে বিধায়ক সবাইকে নিয়ে চলতে পারে, সবাইকে যোগ্য সম্মান দিতে পারে। তিনি আরো বলেন, সামনে লোকসভা নির্বাচন তাই এক হয়ে মাঠে নেমে কেন্দ্রের ওই অশুভ শক্তিকে শেষ করতে হবে। আর তার জন্য তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে হবে। তাছাড়া এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নভেম্বরের ১লা রাজ্যের সমস্ত ব্লকে বিজয়া সম্মেলনের ডাক দিয়েছে।

তারই পরিপ্রেক্ষিতে আজ সালানপুর ব্লকে বিজয়া সম্মেলনে অনুষ্ঠিত হয়। আর যেহেতু লোকসভা নির্বাচন  সামনে তা নিয়ে আলোচনা করা হয়। আমার উপ নির্বাচনে যে জয় পেয়েছি তার ব্যবধান যেনো বাড়াতে পারি। তাই কর্মীদের বার্তা দেওয়া হলো। এখন থেকেই মাঠে নেমে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *