বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ! তবে কি শাহরুখ বরখাস্ত?
ডিজিট্যাল ডেস্কঃ- প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চে মঙ্গলবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ঘোষণা করেই দায় সারেননি মুখ্যমন্ত্রী; সৌরভ গাঙ্গুলির হাতে এ বিষয়ে একটি চিঠি তুলে দেন মমতা।
যদিও প্রশাসনিক ভাবে সরকারি নিয়োগপত্র দেবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এই দায়িত্ব পালনের জন্য কোনও বেতন বা পারিশ্রমিক নেবেন না বলে জানা গেছে। এখন সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করার কি মুখ্যমন্ত্রী শাহরুখ খানকে সরিয়ে দিলেন তার পদ থেকে? এটাই এখন রাজনৈতিক মহলের জোর জল্পনা।