পশ্চিমবঙ্গের জন্য রেলের বাজেট নিয়ে পুরুলিয়ায় কি তথ্য দিলেন রেলমন্ত্রী?

পুরুলিয়াঃ- “মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন পশ্চিমবঙ্গের জন্য চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ হতো। বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য প্রায় বারো হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে” মঙ্গলবার পুরুলিয়ায় দাবী করলেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

জানাগেছে আজকের রাত্রি থেকে টাটা থাওয়ে  এক্সপ্রেস জয়চন্ডি পাহাড় স্টেশনে থামবে। ট্রেনটি জয়চন্ডি পাহাড় স্টেশনে রাত্রি ১২ টা ৩২ মিনিট, অর্থাৎ ২২ তারিখ মধ্য রাত্রি পেরিয়ে  ৩২ মিনিটে  জয়চন্ডী পাহাড়ে থামবে। জয়চন্ডী পাহাড়ে ট্রেন থামার ঘোষণায় স্বভাবতই খুশি ওই এলাকার মানুষজন।

পুরুলিয়া তে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী  বৈষ্ণব  এসে পৌছানো তে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিজেপির দাবী, কেন্দ্রের মোদি সরকার পশ্চিমবঙ্গের জন্য রেলওয়েতে প্রায় তিনগুণ বাজেট বরাদ্দ করেছেন। এদিন রেলমন্ত্রী বলেন “মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন পশ্চিমবঙ্গের জন্য চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ হতো।

বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য প্রায় বারো হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে” এর সঙ্গে সঙ্গে উনি প্রধানমন্ত্রী অনুপ্রেরণায় ‘ভোকাল ফর লোকাল’ এই ভাবনায় বাঁকুড়ার গামছা ১০০ টি নিয়ে যান  এবং তাঁত শিল্পীকে ওই গামছার মূল্য আশীর্বাদ ও প্রেরণাস্বরূপ নিজ হাতে দিয়ে গেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *