জগৎবল্লভপুরে একের পর এক ডাকাতি; পুলিশি অভিযানে গ্রেফতার সাত।
হাওড়াঃ- হাওড়ার জগৎবল্লভপুরে একের পর এক চুরির ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। শেষমেশ শুক্রবার রাতে পুলিশি অভিযানে গ্রেফতার হয় সাত দুষ্কৃতী। এই ঘটনায় উদ্ধার হয়েছে চুরিতে ব্যবহৃত টোটো ও বেশ কিছু চুরির সামগ্রীও। অভিযুক্তদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে একাধিক চুরির তদন্ত শুরু করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ৭ জন দুষ্কৃতিকে পাতিহাল রেল স্টেশন সংলগ্ন এলাকায় গ্রেফতার করে। অভিযানের সময় কয়েকজন পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।