হাওড়ার নলপুরে বন্ধ ঘরে আগুন লেগে মৃত গৃহকর্তা।
হাওড়াঃ- হাওড়ার নলপুরে বন্ধ ঘরে আগুন লেগে মৃত গৃহকর্তা। নলপুর পঞ্চায়েতের অন্তর্গত দাদপুর পূর্বপাড়া এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম তারক দাস (৫৯)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার সূত্রের খবর। ওই ব্যক্তির স্ত্রী শনিবার তালা বন্ধ করে তাঁর মেয়ের বাড়িতে গিয়েছিলেন। আনুমানিক দুপুর ১২টার দিকে হঠাৎই আগুন লক্ষ্য করেন স্থানীয়রা। টিনের ছাউনি এবং বাঁশের দরমা দিয়ে ঘেরা ঘরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির।
নলপুর পঞ্চায়েতের উপপ্রধান, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। আশপাশের মানুষজন আগুন নেভাবার কাজে হাত লাগান। দমকলের কর্মীরা এসে আগুন নেভায়। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আসেন সাঁকরাইল থানার পুলিশ এবং মানিকপুর তদন্ত কেন্দ্রের পুলিশ আধিকারিকরা। মৃত তারক দাস স্ত্রী-পুত্র নিয়ে থাকতেন। আপাতত তাদের একটি অস্থায়ী জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে।