হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা; গ্রেফতার ছয়।
হাওড়াঃ- হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা-সহ গ্রেফতার হয় ছয় যাত্রী। রেল পুলিশ (জিআরপি) সূত্রের খবর, ডাউন নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ওই ছজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ৫০ লক্ষ ৮৪ হাজার টাকার নগদ উদ্ধার হয়েছে। লোকসভা ভোটের সময়ে রাজ্যে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃতেরা এই বিপুল টাকা নিয়ে কোথা থেকে নিয়ে আসছিলেন বা কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি।
রেল পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে দু’জন পাঁশকুড়া ও চার জন লখনউয়ের বাসিন্দা। এদের নাম বিশ্বনাথ জানা, সৌমেন জানা, সৈয়দ আসিফ, জিসান খান মিরাজ, মুদিত রাষ্ট্রগী এবং মহম্মদ দানের। এরা রাজধানী এক্সপ্রেসে চেপে কলকাতা আসছিলেন। বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনে জিআরপি আধিকারিকেরা তল্লাশি চালানোর সময় এদের ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে। অভিযোগ, ওই টাকার বৈধ কাগজপত্র দেখাতে বলা হলেও কোনও রকম কাগজপত্র এরা দেখাতে পারেননি। জিআরপি আধিকারিকেরা ছ’জনকে গ্রেফতার করেন।