ব্লকের বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন মহকুমা শাসক।
সঞ্জয় ঘটক, বাঁকুড়াঃ- সারেঙ্গা ব্লকের বিভিন্ন প্রকল্পের কাজ খতিয় দেখলেন খাতড়ার মহকুমা শাসক শুভম মৌর্য। এদিন মহকুমা শাসক প্রথমে সারেঙ্গা ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিক্রমপুরে নতুন নির্মিত সু স্বাস্থ্য কেন্দ্রের কাজ খতিয়ে দেখেন।

সু স্বাস্থ্য কেন্দ্রের কাজ ঘুরে দেখে তিনি খুশি হন। এরপর সেখান থেকে তিনি আসেন সারেঙ্গা বধুর বাঁধের পাড়ে নির্মিয়মান “নিজ ভূমি নিজ গৃহ” প্রকল্পে বাড়ি নির্মানের কাজ খতিয়ে দেখেন। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন ব্লক প্রশাসনকে।

এরপর রওয়ানা দেন ছোট বীরভানপুরের নির্মিয়মান উপস্বাস্থ্য কেন্দ্রে। সেই কাজ দেখার পর সারেঙ্গার বাগজাতা থেকে ফুলবেড়িয়ে পর্যন্ত গ্রাম সড়ক যোজনার অন্তর্গত নির্মিত রাস্তার কাজ সরজমিনে পরিদর্শন করেন এবং খোঁজ খবর নেন।

এদিন মহকুমা শাসকের সঙ্গে ছিলেন সারেঙ্গার বিডিও তমাল কান্তি সরকার, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রকি চন্দ্র দাস, সারেঙ্গা ব্লক স্বাস্থ্য আধিকারিক ড: সুমন নস্কর।

