কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান, রাইপুর গ্রামীণ গ্রন্থাগারে।
রাইপুর, বাঁকুড়াঃ- রবিবাসরীয় সকালে, গুণীজনদের উপস্থিতিতে আটটার সময় রাইপুর লাইব্রেরীতে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ সোসাইটি -র পক্ষ থেকে। এদিন রাইপুর ব্লকের মেধাবী ছাত্র ছাত্রীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোট ৪০ জন কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয় কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ এর পক্ষ থেকে। কৃতি ছাত্রীদের উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন দুই শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক পরীক্ষিত কামিল্লা, সাধন মন্ডল। উপস্থিত ছিলেন কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চের, বাঁকুড়া জেলার ইনচার্জ, বিশিষ্ট শিক্ষক রাধামাধব মুখার্জী।
রাইপুর ব্লকের দশটি সেন্টারের সুপারভাইজার ও সেন্টার ইনচার্জ। মন্ডলকুলি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন মন্ডল, দুধ্যা হাইস্কুলের প্রধান শিক্ষক তপন দাস, গড় রাইপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল, শান্তনু মিশ্র, শঙ্কুরাজ বিশ্বাস, সুদীপ চ্যাটার্জী, সহ বহু গুণীজন সহ এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগীরা। উল্লেখ্য এর আগে সেন্টার গুলিতে প্রথম পর্যায়ের পুরস্কার বিতরণ করা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে এদিন বিশেষ পুরস্কার অর্পণ করা হয় ব্লকের সর্বোচ্চ নম্বর প্রাপকদের।