হাওড়ায় দলের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
হাওড়াঃ- আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে আজ হাওড়ায় দলের পদাধিকারীদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এই উপলক্ষে তিনি হাওড়ার পঞ্চাননতলা রোডে দলীয় কার্যালয়ে আসেন। প্রথমেই তিনি ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। সেখান থেকে তিনি দলীয় বৈঠক করতে দলের মুখ্য কার্যালয়ে যান। দলীয় সূত্রের খবর, লোকসভা ভোটের আগে দলের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক হবে। যেখানে তিনি দলকে বিভিন্ন নির্দেশ দেবেন লোকসভা ভোটে কিভাবে দল কাজ করবে।