রাস্তায় গাছ লাগিয়ে, মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ।
কুলটি, পশ্চিম বর্ধমানঃ- অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবিতে বেহাল রাস্তায় জমা জলে মাছ ছেড়ে ও বৃক্ষ রোপন করে রাস্তায় বসে অভিনব বিক্ষোভ কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের! ঘটনা আসানসোল পুরনীগমের কুলটি বোরো কার্যালয় যাওয়ার রাস্তা(কুলটি মিউনিসিপলিটি রোড) নামে পরিচিত রাস্তাটির বেহাল দশা!
আর এই রাস্তা অবিলম্বে সারাইয়ের দাবিতে কুলটি ব্লক কংগ্রেস নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি এদিন এই বেহাল রাস্তার উপর বৃক্ষরোপন করে ও রাস্তায় জমা জলে মাছ ছেড়ে রাস্তায় বসে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি।