লোন করে দেবার নামে প্রতারণা।
সালানপুর, পশ্চিম বর্ধমানঃ- লোন করে দেবার নামে প্রতারণা। প্রতারণার শিকার সালানপুর ব্লকের প্রায় ১০০জন মহিলা। অভিযোগ বরকার থেকে লোনের ব্যবস্থা করে দেবার নামে দুজন আসতেন তাঁদের বাড়িতে এবং প্রতারিত মহিলাদের কাছে তাঁদের পরিচয়পত্র সহ নথি নেয় প্রতারকরা।
এরপরে বিভিন্ন ব্যাংক ও ক্ষুদ্র লোন প্রদানকারী সংস্থায় দফায় দফায় মোটা অংকের টাকার লোন তুলে নেয় প্রতারকরা। এরকমই অভিযোগ প্রতারিত মহিলাদের।