বিশ্ব শুটিং চ্যাম্পিয়ানশিপে গোল্ড মেডেল পেল আসানসোলের অভিমূন্য।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রেল পারের রামকৃষ্ণ ডাঙ্গালের বাসিন্দা অভিমন্যু সাও বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুটিং এ ফ্রান্স থেকে পদক ছিনিয়ে নিয়ে এলেন। খুশির হাওয়া আসানসোলের রামকৃষ্ণ ডাঙ্গালের বাসিন্দাদের মধ্যে। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড্ টিমে ও ১০ মিটার এয়ার রাইফেল ইন্ডিভিজুয়াল গ্রুপে অংশ গ্রহণ করে অভিমণ্যু। যার মধ্যে মিক্সড্ দলে মধ্যপ্রদেশের গৌতমী ভানুর সাথে জুটি বেঁধে গোল্ড মেডেল জেতে অভিমণ্যু।
এছাড়াও তিনজনে সিলভার বা রৌপ্য পদক জেতে। একই সাথে শুটিংয়ে কোয়ালিফায়ারে ৭ নং স্থান পেয়ে বাদ পড়ে। আসানসোলের এই ছেলেটি দুই বছর থেকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগীতাগুলিতে অংশ গ্রহণ সাফল্য অর্জন করে আসছে ধারাবাহিক ভাবে।