জলকর দিলেও নেই পানীয় জল, নদীর জলই ভরসা গ্রামবাসীদের।

ঘাটাল ,পশ্চিম মেদিনীপুরঃ- এই প্রচন্ড গরমে যদি জলের সমস্যা হয়, তাহলে তা কি রকম আকার নিতে পারে তা সহজেই অনুমান করা যায়। এরকমই অভিযোগ ঘাটাল ব্লকের গঙ্গাপ্রসাদ দক্ষিণপাড়ার বাসিন্দাদের। ওই এলাকায় পঞ্চায়েত থেকে পানীয় জলের সজল ধারা থাকলেও দীর্ঘদিন ধরে তা অচল।

বাসিন্দাদের অভিযোগ ৫০ টাকা করে তাদের জল কর দিতে হয়। যারা ৫০০ টাকা দিয়ে কানেকশন নিয়েছেন তারাও জল পাচ্ছে না। এদিকে পানীয় জল না মেলায় মানুষজন ক্ষুব্ধ। কয়েকজন বাসিন্দা জানালেন তারা নদীর জল ব্যবহার করছেন এমনকি নদীর জল ফুটিয়ে খাচ্ছেন।

ব্যক্তিগতভাবে কারো বাড়িতে জল আনতে গেলে স্বাভাবিকভাবেই তারা বিরক্তি প্রকাশ করছেন। এ বিষয়ে  পঞ্চায়েত প্রধানের কাছে তারা গেলেও সদুত্তর মেলেনি বলেই বাসিন্দাদের অভিযোগ। যদিও এ বিষয়ে মনসুকা দু নাম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা ঘড়ুই এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *