তীব্র জলসঙ্কট, ICDS এ রান্নায় ব্যাঘাত, পথ অবরোধ এলাকাবাসীর।
সৌমিত্র গাঙ্গুলি, জামুরিয়া, পশ্চিম বর্ধমানঃ- তীব্র জল সংকটের প্রভাব পড়ল আইসিডিএস সেন্টার সহ গোটা এলাকায়। পানীয় জলের সংকটে ভুগছে পড়ুয়ারা। জামুড়িয়া বিধান সভার হিজলগড়া গ্রামের বাসিন্দারা আজ পুরনো হাটতলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত চার বছর ধরে জলের সংকট রয়েছে এলাকায়। অনিয়মিতভাবে পিএইচই জল সরবরাহ করা হতো। কিন্তু গত 15 দিন একেবারে জল আসেনি। যার ফলে চরম জলসংকটে পড়েছেন গ্রামের কয়েক হাজার বাসিন্দ। তাছাড়াও এলাকায় রয়েছে প্রায় দশটি আইসিডিএস সেন্টার। তার মধ্যে ৯ টি আইসিডিএস সেন্টারে একেবারে জল না থাকার জন্য রান্না থেকে শুরু করে শিশুদের পানীয় জল দিতে পারছেন না আইসিডিএস কর্মীরা। এই তীব্র গরমে জলের অভাবে অসুস্থ হয়ে পড়ছেন পড়ুয়ারা।
ভিক্ষোভ কারীদের অভিযোগ অজয় নদী থেকে পি এইচ ই জল সরবরাহ করা হয়। কিন্তু হিজলগোড়া গ্রামের আগেই পাথরচুড় সহ একাধিক গ্রামের কিছু মানুষ জলের মেন লাইন ফাটিয়ে চাষাবাদ করছেন। যার ফলে তাদের এলাকায় জলের সংকট দেখা দিয়েছে। এ ব্যাপারে হিজলগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ফটিক জানান, নদীতে জলের লেয়ার কমে যাওয়ার ফলে পি এইচ ই পাম্পের জল তুলতে সমস্যা হচ্ছে। পৌরসভা যে দুটি পাম্প রয়েছে তার মধ্যে একটির অবস্থা খুব খারাপ এবং একটিতে জল তোলা হচ্ছে। হিজল ঘোড়া গ্রামে জলের সংকট থাকার কারণ হলো যারা পাইপ লাইনের কাজে সাথে যুক্ত আছে তারা ঠিক মতন ডিউটি করে না। এই ব্যাপার নিয়ে পৌরসভা জামুরিয়া ভিডিও অফিস সব জায়গায় জানানো হয়েছে। এই সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে তিনি জানান।