হাওড়ার শ্যামপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচার। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী প্রচারে।
হাওড়াঃ- পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব মিটে যেতেই শুরু হয়েছে জোরকদমে রাজনৈতিক প্রচার পর্ব। রবিবার সকালে হাওড়া জেলার শ্যামপুর ১নং ব্লকের ডিহিমণ্ডল ঘাট ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনে প্রার্থীদের সমর্থনে হয় প্রচার। এলাকার একটি মন্দিরে পুজো দিয়ে শুরু হয় পদযাত্রা। তারপর বরদাবাড় এলাকায় জনসভায় অংশ নেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। এরপর ওই এলাকায় কর্মীদের সমর্থনে জনসংযোগ ও কর্মীসভাও করেন তিনি। জনসংযোগের পর দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি।
উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, হাওড়া জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল সহ অন্যান্যরা। এদিন অরূপ চক্রবর্তী তাঁর বক্তব্যে সিপিআইএম, বিজেপি, কংগ্রেস এবং আইএসএফ দলকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের মাটি, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। তাই হাওড়া জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হবে।