ফের সাফল্য আরপিএফের। হাওড়া স্টেশন থেকে উদ্ধার গয়না এবং নগদ মিলিয়ে ৫৪ লক্ষ টাকার সামগ্রী।
হাওড়াঃ- ফের সাফল্য আরপিএফের। হাওড়া স্টেশন থেকে উদ্ধার গয়না এবং নগদ টাকা মিলিয়ে ৫৪ লক্ষ টাকার সামগ্রী। আরপিএফের ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড এবং হাওড়া ক্রাইম ইনভেস্টিগেশন ব্রাঞ্চের যৌথ অভিযানেই মিলেছে এই সাফল্য। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অর্থের গয়না এবং নগদ টাকা, সব মিলিয়ে যার পরিমাণ প্রায় ৫৪ লক্ষ টাকারও বেশি। আরপিএফ সূত্রের খবর, এই উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ২৪ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের গয়না এবং বাকি ৩০ লক্ষ টাকা নগদে উদ্ধার হয়েছে।
গত ২২ জুন তারিখে হাওড়া স্টেশনের ৯ নম্বর প্লাটফর্ম থেকে প্রায় ৪০০ গ্রাম সোনার গহনা উদ্ধার করেছিল আরপিএফ। ওই ঘটনায় গয়না সহ একজনকে আটক করে কাস্টমস বিভাগের হাতে আরপিএফের তরফ থেকে তুলে দেওয়া হয়। এরপর ২৪ জুন হাওড়া আরপিএফের সাউথ পোস্ট একটি ব্যাগ থেকে ৩০ লক্ষ টাকা নগদে উদ্ধার করে। এক সন্দেহজনক ব্যক্তি ওই ব্যাগটি নিয়ে যাচ্ছিলেন। তার কাছে বৈধ কাগজপত্র না থাকায় পরে তাকেও ইনকাম ট্যাক্স বিভাগের হাতে তুলে দেওয়া হয়।