উদ্বোধনের অপেক্ষায় “বর্নপরিচয়”।
পশ্চিম মেদিনীপুরঃ- পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে দুটি নবনির্মিত তোরণ উদ্বোধনের অপেক্ষায়। তোরণ দুটির নাম বর্ণপরিচয়।
বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী পালন উপলক্ষে বীরসিংহ গ্রামে দুটি তোরণ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের নির্মাণ কাজ শুরু হয়।
একটি তোরণ বীরসিংহ গ্রামে ঢোকার মুখে সিংহডাঙ্গার মোড়ে, আরেকটি তোরণ বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মভিটায় যাওয়ার আগে।
হেরিটেজ কমিশনের তত্ত্বাবধানে পি ডব্লু ডি সোশ্যাল সেক্টর তোরণ নির্মাণ করেছে, প্রকল্প বরাদ্দ ১ কোটি ৭৫ লক্ষ টাকা। এখন অপেক্ষা কখন উদ্বোধন হয় তোরণ দুটির।