খুনের ঘটনায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার।
হাওড়াঃ- গত ২৪ অক্টোবর রাতে শিবপুরের জিটি রোডের উপর তৃণমূলের পার্টি অফিসের সামনে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি করে খুন করে তৃণমূল কর্মী আব্দুল কাদিরকে। সেই ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবার উদ্ধার করল হাওড়ার বাঁকড়া ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার রাতে বাঁকড়া করাতকল উত্তরপাড়ায় একটি বহুতল আবাসনের বন্ধ ঘর থেকে ধৃত ২ আসামীকে সঙ্গে নিয়ে এসে খুনে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ওই ঘর ভাড়া নিয়ে থাকত তৌসিফ ওরফে গ্যারা এবং আরিয়ান নামের দুই দুষ্কৃতি। যাদের পুলিশ আগেই গ্রেফতার করেছিল। প্রসঙ্গত, এই খুনের ঘটনায় ৬ জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।