ফের মানবিকতার অনন্য নজির গড়লো বাঁকুড়া পুলিশ।
বাঁকুড়াঃ- আজ রাজ্য জুড়ে অনুষ্ঠিত হল শিক্ষক – শিক্ষিকা নিয়োগের পরীক্ষা টেট। আর সেই টেট পরীক্ষা দিতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হয়েছিলেন এক দম্পতি পরীক্ষার্থী। তারা যে গাড়িতে পরীক্ষা কেন্দ্রে আসছিলেন সেই গাড়ীর ড্রাইভার হার্ট অ্যাটাকের সম্মুখীণ হন। অগত্যা তিনি আর গাড়ী চালাতে পারছিলেন না। এমতাবস্থায় তারা যখন প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন টেট পরীক্ষা দেওয়ার ব্যাপারে; তখনই মুশকিল আসানে নামে বাঁকুড়া জেলা পুলিশ।
রাইপুরের বাসিন্দা অভিজিৎ হাঁসদা ও চন্দনা কিস্কুকে তাদের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র গোয়েঙ্কা বিদ্যালয় এবং টাউন গার্লস স্কুলে নিজেদের গাড়িতে করে পৌঁছে দেন বাঁকুড়া থানার পুলিশ। পুলিশ এভাবে এগিয়ে না এলে তাদের পরীক্ষা দেওয়া একপ্রকার অনিশ্চিত হয়ে পড়েছিল বলে জানান অভিজিৎ। এজন্য তারা বাঁকুড়া জেলা পুলিশকে কুর্নিশ জানিয়েছেন।
অন্যদিকে, হৃদরোগে আক্রান্ত ড্রাইভারও চিকিৎসার পর বিপদমুক্ত বলে জানা গেছে।